ইরাকে ভয়াবহ বোমা হামলায় নিহত ৫৬, আহত ১৬০
ইরাকের রাজধানী বাগদাদে ধারাবাহিক বোমা হামলায়
অন্তত ৫৬ জন নিহত ও ১৬০ জন আহত হয়েছে। এ সব সহিংস ঘটনার বেশিরভাগই ঘটেছে শিয়া মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে।

ইরাকের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনের দশম বার্ষিকীর
প্রাক্কালে রাজধানী বাগদাদে অন্ততঃ ১০টি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে একটি ছিল আত্মঘাতী হামলা। ভয়াবহ এসব হামলার পর রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো
বন্ধ করে দেয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনী তল্লাশী অভিযান শুরু করেছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ সব হামলার দায়-দায়িত্ব দাবি না করলেও অতীতে আল-কায়েদার সঙ্গে জড়িত সশস্ত্র
ব্যক্তিরা এ ধরনের হামলা চালিয়েছে। ইরাককে অস্থিতিশীল করে তোলার লক্ষ্য নিয়ে দেশটির সরকারি ও বেসরকারি
লক্ষ্যবস্তুর ওপর এ জাতীয় হামলা চালানো হচ্ছে।
২০১১ সালের ডিসেম্বরে পলাতক ভাইস প্রেসিডেন্ট তারিক
আল-হাশেমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই ইরাকে সহিংসতা মারাত্মকভাবে
বেড়েছে। ইরাকের শিয়া মুসলমানসহ দেশটির সরকারি
কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা চক্র পরিচালনার অভিযোগে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা
হয়।
সূত্র: ইউকেবিডিনিউজ ডটকম
0 টি মন্তব্য:
Post a Comment