ভারতের মধ্যপ্রদেশের ডাটিয়া এলাকাতে অজ্ঞাতনামা
আট ব্যক্তির ধর্ষণের শিকার হয়েছেন এক সুইস নারী। একই সঙ্গে ৩৯ বছর বয়সী ওই নারী ও তার স্বামীকে মারধরও করা হয়েছে। ধর্ষকরা ওই দম্পতির মূল্যবান জিনিসপত্রও কেড়ে নিয়েছে বলে জানা গেছে।
ডাটিয়ার এসপি সিএস সোলানকি বলেছেন,
শুক্রবার রাতে
ওই ঘটনা ঘটেছে। ওই নারী তার স্বামীকে নিয়ে সাইকেলে ভারত সফরের
অংশ হিসেবে ওই এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার রাতে ঝাদিয়া
নামে একটি গ্রামে এই ঘটনা ঘটে। সেখানে ওই পর্যটক দম্পতি
রাত্রিযাপনের জন্য ক্যাম্প করেছিলেন। অর্চা থেকে আগ্রা যাওয়ার
পথে তারা ওই স্থানে ক্যাম্প করেছিলেন। আগ্রা যাওয়ার লক্ষ্যে
বাইসাইকেলে তারা ২৫০ কিলোমিটার পথ পাড়ি দেয়ার লক্ষ্যে যাত্রা করেছিলেন। ধর্ষিতা ওই নারীর স্বামী জানিয়েছেন,
রাত প্রায় সাড়ে
৯টার দিকে দুষ্কৃতকারীদের একটি দল কাঠের লাঠি নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। তারা তাকে মারধর করে পরে বন্দুকের মুখে তার স্ত্রীকে ধর্ষণ করে। সুইস ওই নারীকে গোয়ালিয়র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে ওই নারীকে একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে। ওই নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে ডাটিয়ার পুলিশ ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওইদিনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তাদের ওই দম্পতির সামনে হাজির করা হবে বলে
জানা গেছে।
সূত্র: দৈনিক মানবজমিন
0 টি মন্তব্য:
Post a Comment