Wednesday, March 20, 2013

গ্ল্যাসডোর জরিপে জুকারবার্গ পৃথিবীর সেরা সিইও


তারুণ্যের জয় আটকিয়ে রাখা যায় নাবাঁধ ভাঙ্গা তীব্র জোয়ারে সাফল্যের দ্বারপ্রান্তে তারুণ্যের এই তরী পৌঁছাবেইআর সেই প্রমাণ আবারও বিশ্ববাসীর সামনে হাজির করলেন তরুণ উদ্যোক্তা ফেসবুকের প্রধান নির্বাহী পরিচালক (সিইও) মার্ক জুকারবার্গ
অসংখ্য অর্জনের এই নাবিক পৃথিবীর সেরা সিইও নির্বাচিত হয়েছেনক্যারিয়ার ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্ল্যাসডোর এক জরিপ চালিয়ে এই তথ্য প্রকাশ করেছেএছাড়া এ মুহূর্তে ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবেও বেশ জনপ্রিয় আর বেশি পরিচিত মার্ক জুকারবার্গ

গবেষণা প্রতিষ্ঠান গ্ল্যাসডোরের এই নির্বাচন প্রক্রিয়ায় পুরো ১২ মাসের সব ধরনের কর্মকাণ্ডকে বিবেচনায় নিয়ে কর্মীদের গোপন জরিপ নেওয়া হয়স্যাপ সহ-প্রধান বিল ম্যাকডারমট এবং জিম হেগম্যান শীর্ষ সিইওর তালিকায় জুকারবার্গেই পরেই অবস্থান করছেন এ দুজনপ্রসঙ্গত, তবে আরেক শীর্ষ প্রতিষ্ঠান গুগলের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান ল্যারি পেজ ৯৫ ভাগ জনপ্রিয়তা নিয়ে ১১তম অবস্থান পেয়েছে
এদিকে অ্যামাজন ডটকমের প্রধান জেফ বেজোস এবং অ্যাপলের টিম কুক যথাক্রমে ১৬ এবং ১৮তম অবস্থান অর্জন করেছেনএদের দুজনই ৯৩ ভাগ জনপ্রিয়তা পেয়েছেনপ্রসঙ্গত, জীবিত অবস্থায় অ্যাপলের স্টিভ জবসই বিশ্বসেরা সিইও নির্বাচিত হনঅত্যন্ত হালকা মেজাজ এবং সাদামাটা পোশাকে বিশ্ব কাঁপানো পণ্য উপস্থাপনার জাদুকর বলা হয় স্টিভকেশুধু নিজ কর্ম পরিবেশ নয়, সরল বক্তব্য প্রকাশে বিশ্বব্যাপী জনপ্রিয় হন স্টিভ
তার হঠাৎ প্রয়াণে পুরো বিশ্বের শোকের ছায়া এ কথারই নিরব সাক্ষীএকজন সিইও কতটা জনপ্রিয় হতে পারে তা স্টিভই প্রমাণ করে গেছেনবিশ্বে এখন সব ধরনের অনলাইন গণমাধ্যমের ব্যাপক জয়জয়কারতাই নেতৃত্বগুণ আর কর্মীদের মধ্যে সর্বদা উৎসাহ-উদ্দীপনা দিয়ে সঠিক সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সিইও পদের প্রধান দায়িত্ব
বিশ্বের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে আর্থিকভাবে সফল করা অনেকাংশেই সিইও পদের ওপর নির্ভর করেএমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকেরাগ্ল্যাসডোর তাদের গবেষণার ফলাফলে জানিয়েছে, যোগ্য নেতৃত্বের বিচারে এবং কর্মীদের কাছে অত্যান্ত জনপ্রিয়তার কারণেই বিশ্বের সেরা সিইও নির্বাচিত হয়েছেন মার্ক জুকারবার্গ
নিজের অফিসের কর্মীদের ৯৯ ভাগ জনপ্রিয়তার ভিত্তিতে জুকারবার্গ এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেনঅনলাইন ভিত্তিক সামাজিক একটি প্রতিষ্ঠানকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলতার চূড়ান্তে নিয়ে গেছেন অপেক্ষাকৃত তরুণ এ প্রধান নির্বাহী (সিইও)এ জরিপে ফেসবুকের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাঁচ তারকার মধ্যে সবগুলো দিয়েই জুকারবার্গকে মূল্যায়ন করেছেন
সবগুলো তারকা দেয়ার ব্যাখ্যায় তিনি বলেন, দ্রুত এগোতে হবেআর তা হতে হবে নির্ভয়েএ দুটি কারণেই জুকারবার্গ প্রতিষ্ঠাতা এবং সিইও হলেও কর্মীদের মধ্যে সব সময়ই প্রেরণার উৎস হিসেবে কাজ করেনঅবশ্য জুকারবার্গের বিপক্ষের বেশ কিছু অভিযোগ আছেএর মধ্যে কর্ম পরিবেশকে অতিমাত্রায় কঠিন এবং বাড়তি দায়িত্বের চাপ দেওয়া অন্যতমকিন্তু নেতৃত্বের সুকৌশলে একে ভিত্তিহীন এবং অমূলক প্রমাণ করেই শীর্ষ সিইও নির্বাচিত হয়েছেন এ তরুণ উদ্যোক্তা
গবেষকরা বলছেন, বর্তমান সময়ে তরুণরা অভিজ্ঞদের থেকেও বেশি ভালো করার কারণ হচ্ছে তারা জানে তরুণরা কি পছন্দ করেআর সহকর্মীদের স্বাধীনতা দেয়ার মধ্যেই বড় প্রাপ্তি রয়েছেআর এই বুঝতে পারার কারণেই আজ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ পৃথিবীর সেরা সিইও নির্বাচিত হতে সক্ষম হয়েছেন

সূত্র: ইউকেবিডিনিউজ ডটকম

0 টি মন্তব্য:

My Blog List

নন্দন সম্পাদক ইমন রেজার লিংক

যোগাযোগ করতে চাইলে...

©2009 nondon an open platform on Art Literature and Culture.

Back to TOP