Tuesday, March 19, 2013

ভেনিজুয়েলার বিরোধী নেতাকে হত্যার পরিকল্পনা অস্বীকার করল আমেরিকা


ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেসকে হত্যার পরিকল্পনা অস্বীকার করেছে আমেরিকা ওবামা প্রশাসনের পক্ষে পররাষ্ট্র দপ্তরের মখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, “ভেনিজুয়েলাকে অস্থিতিশীল করা কিংবা দেশটির সরকারকে ক্ষতিগ্রস্ত করার চিন্তা নিয়ে দেশটির কোনো নেতাকে হত্যার পরিকল্পনা নেয়নি ওয়াশিংটনআমেরিকা এ অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে

গত রোববার ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন, তার দেশের বিরোধী নেতা ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ক্যাপ্রিলেসকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছেআর এ কাজে জড়িত রয়েছে- ভেনিজুয়েলায় নিযুক্ত সাবেক কূটনীতিক রজার নরিয়েগা ও অটো রেইখএর সঙ্গে আরো রয়েছে পেন্টাগণ এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ
ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাদুরো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এ পরিকল্পনার বিষয়ে তার কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছেভেনিজুয়েলা সরকারকে বেকায়দায় ফেলতে আমেরিকা এ পরিকল্পনা হাতে নিয়েছে বলৌ তিনি অভিযোগ করেন
আগামী ১৪ এপ্রিল ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবেসাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ মারা যাওয়ার পর দেশটিতে এ নির্বাচন অনিবার্য হয়ে উঠেছে

সূত্র: ইউকেবিডি নিউজ ডট কম

0 টি মন্তব্য:

My Blog List

নন্দন সম্পাদক ইমন রেজার লিংক

যোগাযোগ করতে চাইলে...

©2009 nondon an open platform on Art Literature and Culture.

Back to TOP